@লেখক
পূর্ণ নাম: সত্যজিৎ রায়
জন্ম: ২ মে ১৯২১, কলকাতা, ব্রিটিশ ভারত
মৃত্যু: ২৩ এপ্রিল ১৯৯২, কলকাতা, ভারত
সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন সাহিত্য ও সংস্কৃতিমনস্ক রায় পরিবারে। তার বাবা সুকুমার রায় ছিলেন খ্যাতনামা শিশুসাহিত্যিক এবং দাদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন লেখক, চিত্রকর ও প্রকাশক। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং পরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে চিত্রকলা অধ্যয়ন করেন।
সত্যজিৎ রায় কর্মজীবনের শুরু করেন বিজ্ঞাপন সংস্থায় চিত্রকর হিসেবে। এরপর চলচ্চিত্র নির্মাণের প্রতি আকৃষ্ট হন এবং ১৯৫৫ সালে তার প্রথম ছবি "পথের পাঁচালী" মুক্তি পায়, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয় ও একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
সত্যজিৎ রায় কেবল চলচ্চিত্র নির্মাতা নন, তিনি একজন দক্ষ সাহিত্যিকও ছিলেন। বিশেষ করে শিশু-কিশোর সাহিত্যে তার অসামান্য অবদান রয়েছে।
সত্যজিৎ রায় ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক। তার চলচ্চিত্রে মানবজীবনের গভীরতা, সূক্ষ্মতা ও বাস্তবতা ফুটে ওঠে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে তিনি চিরস্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত।
বার পড়া হয়েছে
বইসমগ্র