@লেখক
তিলোত্তমা মজুমদার (জন্ম: ১১ জানুয়ারি ১৯৬৬) একজন খ্যাতিমান বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি, গীতিকার ও প্রবন্ধকার। উত্তরবঙ্গের কালচিনি চা বাগানে তার শৈশব কাটে। ইউনিয়ন একাডেমি স্কুলে পড়াশোনা শেষে তিনি ১৯৮৫ সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজে স্নাতক স্তরে ভর্তি হন।
তিলোত্তমা ১৯৯৩ সালে লেখালেখি শুরু করেন এবং তার প্রথম উপন্যাস "ঋ" প্রকাশিত হয় "একালের রক্তকরবী" পত্রিকার পূজাসংখ্যায়। তার জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে বসুধারা, রাজপাট, মানুষশাবকের কথা, চাঁদের গায়ে চাঁদ, এবং শামুকখোল। তার উপন্যাসে নারীর জটিল মনস্তত্ত্ব, সমাজ ও সম্পর্কের সূক্ষ্ম বিশ্লেষণ দেখা যায়।
বসুধারা উপন্যাসের জন্য তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ও শরৎ স্মৃতি পুরস্কারসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন।
বার পড়া হয়েছে
বইসমগ্র