
সোনালি রুপোলি শিকি

হুমায়ুন আজাদ
রাজকোষ ভ’রে জমেছে মোহর আর আশরফি। সোনার ঝকমকে মুদ্ৰা। রুপোর চকচকে শিকি। হাতে নিলে ঝকঝক চকচক ক’রে ওঠে, বেজে ওঠে জলতরঙ্গের মতো। এক মুঠো মুদ্রা হাতে নিলে মনে হয় মুঠোতে জমেছে আকাশের জ্যোতির্ময় তারাগণ। সোনালি মুদ্রায় রুপোলি মুদ্রায়, সোনালি শিকিতে রুপোলি শিকিতে ঐশ্বর্যশালী হয় রাজকোষ। যে- রাজকোষে যতো বেশি মুদ্রা, সে-রাজকোষ ততো বেশি ধনাঢ্য। ভাষার রাজকোষ ভ’রে থাকে শব্দে। সোনালি শিকির মতো শব্দ, রু...