
একটি কবিতা

জীবনানন্দ দাশ
পৃথিবী প্রবীণ আরো হয়ে যায় মিরুজিন নদীটির তীরে;
বিবর্ণ প্রাসাদ তার ছায়া ফেলে জলে।
ও প্রাসাদে কারা থাকে? -- কেউ নেই -- সোনালি আগুন চুপে জলের শরীরে
নড়িতেছে -- জ্বলিতেছে -- মায়াবীর মতো জাদুবলে।
সে আগুন জ্বলে যায় -- দহেনাকো কিছু।
সে আগুন জ্বলে যায়
সে আগুন জ্বলে যায়
সে আগুন জ্বলে যায় -- দহে নাকো কিছু।
...