
ভানুসিংহ ঠাকুরের জীবনী

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১০ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভারতবর্ষের কোন্ মূর্খ বা কোন্ পণ্ডিত কোন্ খৃস্টাব্দে জন্মিয়াছিলেন বা মরিয়াছিলেন, তাহার কিছুই স্থির নাই, অতএব ভারতবর্ষে ইতিহাস ছিল না ইহা স্থির। এ বিষয়ে পণ্ডিতবর হচিন্সন সাহেব যে অতি পরমাশ্চর্য সারগর্ভ গবেষণাপূর্ণ যুক্তিবহুল কথা বলিয়াছেন তাহা এইখানে উদ্ধৃত করি– “প্রকৃত ইতিহাস না থাকিলে আমরা প্রাচীনকালের বিষয় অতি অল্পই জানিতে পারি!
আমাদের দেশে যে ইতিহাস ছিল না, এবং ইতিহাস না থাকিলে যে...