
রাজমোহনের স্ত্রী

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
| বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০১ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রথম পরিচ্ছেদ
মধুমতী নদীতীরে রাধাগঞ্জ নামক একটি ক্ষুদ্র গ্রাম আছে। প্রভূত ধনসম্পন্ন ভূস্বামীদিগের বসতি-স্থান বলিয়া এই গ্রাম গণ্ডগ্রামস্বরূপ গণ্য হইয়া থাকে। একদা চৈত্রের অপরাহ্নে দিনমণির তীক্ষ্ণ কিরণমালা ম্লান হইয়া আসিলে দুঃসহ নৈদাঘ উত্তাপ ক্রমে শীতল হইতেছিল; মন্দ সমীরণ বাহিত হইতে লাগিল; তাহার মৃদু হিল্লোল ক্ষেত্রমধ্যে কৃষকের ঘর্ম্মাক্ত ললাটে স্বেদবিন্দু বিশুষ্ক করিতে ...