ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য

ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য

Books Pointer Iconশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Books Pointer Iconপ্রবন্ধ রচনা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমি বক্তা নই।কিছু বলতে আমি আদপেই পারিনে। ঘরে বসে কাগজ কলম নিয়ে লেখা এক ব্যাপার, আর বাইরে দাঁড়িয়ে বলা আর এক ব্যাপার। আপনারা আমার বই পড়ে সবাই প্রশংসা কচ্ছেন, অথচ কিছুদিন থেকে লেখা আমি একমত ছেড়ে দিয়েছি। সাহিত্য সেবাকেই জীবনের সবচেয়ে বড় সার্থকতা বলে মনে করতে পারচি নে। আমার নিজের কথা ছাড়াও সমস্ত দেশের সাহিত্যে কত অসত্য, কত পঙ্গুতা এসে পড়েছে। সমাজের সঙ্গে মিলেমিশে এক হয়ে তার ভিতরের বাস...