
ব্যক্তিসত্তার সমস্যা

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ০৪ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমার অস্তিত্বের এক মেরুতে আমি গাছের গুঁড়ি ও পাথরের সঙ্গে এক। সেখানে আমাকে বিশ্বজনীন নিয়মের শাসন স্বীকার করতে হয়। অর্থাৎ সেখানে গভীর অতলে আমার অস্তিত্বের ভিত নিহিত। সমগ্র জগতের দৃঢ়মুষ্টিতে আবদ্ধ থাকার মধ্যে, ও সমস্ত কিছুর সঙ্গে সম্পূর্ণ গোষ্ঠীবদ্ধতার মধ্যে রয়েছে এর শক্তি।
কিন্তু আমার অস্তিত্বের অন্য মেরুতে আমি সকলের থেকে স্বতন্ত্র। সেখানে আমি সমতার বেড়া ভেঙে বেরিয়ে এসেছি ও একজন ব...