
বোধোদয়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
| ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
.প্রথম বারের বিজ্ঞাপন
বোধোদয় নানা ইঙ্গরেজী পুস্তক হইতে সঙ্কলিত হইল; পুস্তক বিশেষের অনুবাদ নহে। যে কয়েকটী বিষয় লিখিত হইল বোধ করি তৎপাঠে, অমূলক কল্পিত গল্প পাঠ অপেক্ষা, অনেক উপকার দর্শিতে পরিবেক। অল্পবয়স্ক সুকুমায়মতি বালক বালিকারা অনায়াসে বুঝিতে পরিবে, এই আশয়ে অতিসরল ভাষায় লিখিবার নিমিত্ত বিশেষ যত্ন করিয়ছি; কিন্তু কত দূর পর্যন্ত ক...