বাসনা ইচ্ছা মঙ্গল

বাসনা ইচ্ছা মঙ্গল

রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনা ইচ্ছা মঙ্গল

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconপ্রবন্ধ রচনা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমাদের সমস্ত কর্মচেষ্টাকে উদ্‌বোধিত করে তোলবার ভার সব-প্রথমে বাহিরের উপরেই ন্যস্ত থাকে। সে আমাদের নানা দিক দিয়ে নানা প্রকারে সজাগ চঞ্চল করে তোলে।

সে আমাদের জাগাবে, অভিভূত করবে না এই ছিল কথা। জাগব এইজন্যে যে নিজের চৈতন্যময় কর্তৃত্বকে অনুভব করব–দাসত্বের বোঝা বহন করব বলে নয়।

রাজার ছেলেকে মাস্টারের হাতে দেওয়া হয়েছে। মাস্টার তাকে শিখিয়ে পড়িয়ে তার মূঢ়তা জড়তা দূর করে তাকে রাজত্বের পূর্ণ...

Loading...