
বাঙলা প্রচলনের সমস্যাটি ভাষাতাত্ত্বিক নয়

হুমায়ুন আজাদ
| হুমায়ুন আজাদ | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অনেকের কাছে বাঙলা প্রচলনের সমস্যাটি পরিভাষা ও মুদ্রাক্ষর যন্ত্রের সমস্যা: যেনো বড়ো বড়ো পরিভাষাগ্রন্থ আর অজস্র মুনীর অপটিমা পাওয়া গেলে বাঙলাদেশের সমস্ত শীততাপনিয়ন্ত্রিত কক্ষে, সরকারি প্রাসাদে, পরিদপ্তরে, বিচারালয়ে, করপোরেশনে বাঙলার বন্যা ব’য়ে যেতো। পরিভাষার সমস্যা আছে, মুদ্রাক্ষর যন্ত্র আমরা তৈরি করতে পারি না, এ-সবই সত্য; কিন্তু আসল সত্য লুকিয়ে আছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীত...