
বহুবচন

হুমায়ুন আজাদ
একের পরে দুই। কিন্তু বচনে একের পরেই বহু। একলা থাকতে পারি আমি। তাহলে শুধু আমি; –একা, একলা, একজন। আমি একবচন। আমার সাথে থাকতে পারে অন্য কেউ; সে অথবা তুমি। বা সে আর তুমি। তখন সে তুমি আর আমি মিলে হয়ে উঠি আমরা। তুমি আর আমি মিলেও আমরা। সে আর আমি মিলেও আমরা। বহুবচন। একটি পাখি আকাশে। পাখিটি একবচন। দুটি বা অনেক পাখি আকাশে। তখন বলি, ‘পাখি দুটি’, বা ‘পাখিরা’। বহুবচন। একটি, একজন হ’লে একবচন। এ...