
তারুণ্য ধর্ম

অন্নদাশঙ্কর রায়
রোজ সকালে উঠে আমাদের এই অতি পুরাতন প্রকৃতি সুন্দরীর সজ্জাটা যখন দেখি তখন এক বারও কি মনে হয় ইনি আমাদের বড়ো প্রাচীনা বড়ো প্রবীণা বড়ো মাননীয়া ঠাকুমাটি? চুপি চুপি বলছি, বরং মনে হয় ইনি ঠাকুমার নাতবউ বুঝি-বা! এই প্রথম এঁর সঙ্গে শুভদৃষ্টি ঘটল, শ্রীঅঙ্গে এঁর নববধূর সাজ।
আজকের এই ষোড়শী প্রকৃতির দিকে চেয়ে চোখে আর পলক পড়ে না। চোখের অপরাধ কী বলো? চোখ তো নিত্যনূতনের প্রেমিক। যে তার প্রেমের...