
জন ষ্টুয়ার্ট মিল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
| বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ০৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মিলের মৃত্যু হইয়াছে। আমরা কখন তাঁহাকে চক্ষে দেখি নাই; তিনিও কখন বঙ্গদর্শনের পরিচয় গ্রহণ করেন নাই। তথাপি আমাদিগের মনে হইতেছে যেন আমাদিগের কোন পরম আত্মীয়ের সহিত চিরবিচ্ছেদ হইয়াছে !
২৭ বৈশাখ তারিখের টেলিগ্রাম ২৮ তারিখে প্রকাশ হয় যে মিল সঙ্কটাপন্নরূপে পীড়িত। পরদিন প্রাতে মিলের কুশল জানিবার জন্য সাতিশয় আগ্রহচিত্তে সম্বাদপত্র খুলিলাম, দেখিলাম যে, চিকিৎসকেরা মিলের জীবনের আশা পরিত্য...