
ঔপনিবেশিক ঘোর

হুমায়ুন আজাদ
| হুমায়ুন আজাদ | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রাতভর পান করলে তার ঘোর লেগে থাকে সকাল-দুপুর-সন্ধ্যা পর্যন্ত; মত্ততায় বিবশ হয়ে থাকে সমস্ত স্নায়ু, পেশি, মস্তিষ্ক। দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কালের সবচেয়ে কড়া মদের নাম ঔপনিবেশিক মদ, যা পান করেছি আমরা দু-শো বছর; এবং তার ‘হ্যাঙওভার’ বা ঘোর এখনো কাটে নি, দিন দিন বাড়ছে। শাদা সাহেবেরা চ’লে যাওয়ার সময় এ-দেশে রেখে যান কয়েক লাখ কালো সাহেব, যাঁরা প্রভুদের গুণগুলো আয়ত্ত করে নি, কিন্তু দ...