
ফেব্রুয়ারি : উৎসব ও স্নিগ্ধ ছলনার মাস

হুমায়ুন আজাদ
| হুমায়ুন আজাদ | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা১০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বিদ্রোহ বিপ্লবের ফাল্গুন ফেব্রুয়ারি এখন রূপান্তরিত হয়েছে উৎসব ও স্নিগ্ধ ছলনার মাসে : এ-মাসে বিভিন্ন পত্রপত্রিকায় মনোরমভাবে নাড়াচাড়া করা হয় বায়ান্নোর স্মৃতি, দেশের অসংখ্য শহীদ মিনারের শরীর থেকে পাখির মল পরিষ্কার ক’রে বেদীতে বিন্যস্ত করা হয় ফুল-মালা, পদাধিকারী অতিথিদের উপস্থিতিতে গাওয়া হয় বাঙলা ও বায়ান্নোর বীরদের প্রশস্তিগাথা; এবং সরকারি প্রশাসনযন্ত্র যান্ত্রিকভাবে প্রচার...