
ইংরেজি ও বাঙলা : শ্ৰেণীদ্বন্দ্...

হুমায়ুন আজাদ
| হুমায়ুন আজাদ | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক ভাষা থেকে আরেক ভাষায় উত্তরণের সময় সংঘর্ষ বাঁধে। প্রতিক্রিয়া- ও রক্ষণ-শীলেরা একটি তথাকথিত মহিমামণ্ডিত ভাষাকে, আত্মস্বার্থে, আঁকড়ে থাকতে চান; আর প্রগতিশীলেরা সমস্ত স্তরে চালাতে চান ব্যাপক জনগোষ্ঠির ভাষা। এ-সংঘর্ষ দশক, এমনকি শতাব্দী, ধ’রে চলতে পারে; অবশেষে অন্যান্য ক্ষেত্রের মতো জয় হয় প্রগতিশীলদেরই। লাতিন থেকে ...