
আশুতোষ মুখোপাধ্যায় রচনাবলী ৮ (...

আশুতোষ মুখোপাধ্যায়
| আশুতোষ মুখোপাধ্যায় | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৫ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
আশুতোষ কর্মজীবনে সাংবাদিক। হয়ত সাংবাদিকতা তাঁর পেশা এবং নেশা। ‘সংবাদপত্রের সেকালের কথা’ গ্রন্থে ব্রজেন্দ্রনাথ এমন কিছু সংবাদকশা প্রকাশ করেছেন যেগুলিকে আমরা গল্পই বলতে পারি। বাবুদের নষ্টামি আর বেলাল্লাপনা নিয়ে সচর দর্পণে যে লেখা বেরিয়েছিল তার নাম ছিল বাবু উপাখ্যান। উপাখ্যান শব্দটি হো গল্পের কথাই মনে করিয়ে দেয়। অন্যদিকে কৌলীন্যথার কুৎসিত ঘটনার নাম দেও হয়েছি...