
আমি তুমি সে

হুমায়ুন আজাদ
আমি কথা বলি। তুমি শোনো। সে একটু বা অনেক দূরে আছে, তাই সে শোনে না। যে কথা বলে, সে বক্তা। যে শোনে, সে শ্রোতা। আরো আছে একজন, যে বক্তাও নয় শ্রোতাও নয়। কথা বলতে হ’লে বক্তা দরকার হয়, দরকার হয় শ্রোতা। কথা বলা হ’তে পারে আরেকজন সম্পর্কে। কথা বলার সময় বক্তা নিজেকে বোঝানোর জন্যে ব্যবহার করে ‘আমি’। শ্রোতাকে বোঝানোর জন্যে ‘তুমি’। আর যে তৃতীয়জন, বক্তাও নয় শ্রোতাও নয়, তাকে বোঝানোর জন্যে ...