শাহজাদা আর রাক্ষসী

শাহজাদা আর রাক্ষসী

ক্ষিতিশ সরকার

শাহজাদা আর রাক্ষসী

Books Pointer Iconক্ষিতিশ সরকার
Books Pointer Iconঅন্যান্য বই

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৬ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এক বাদশাহর এক পুত্র ছিলো। ঘোড়ায় চড়া আর শিকারে তার ভীষণ ঝোক। বাদশাহ তার এক উজিরকে দেখাশোনার ভার দিয়েছিল। সারা দিনরাত বাদশাহ পুত্রের সহচর হয়ে থাকাই তার একমাত্র কাজ।

কিন্তু একাজ সম্মানজনক বলে মনে করতে পারলো না উজির। এ হলো গরু চরানো রাখালের কাজ। আর সে কিনা সুলতানের উজির! ফিকির খুঁজতে লাগলো, কী করে এ থেকে অব্যাহতি পাবে সে। আবার গিয়ে বসবে দরবারে


একদিন বাদশাহপুত্র উজির সমভিব্...

Loading...