
শাহজাদা আর রঙিন মাছ

ক্ষিতিশ সরকার
| ক্ষিতিশ সরকার | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৬ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পরদিন রাত্রে আবার কাহিনী শুরু হয় : তারপর সেই ধীবর দৈত্যকে বললো, এক সময় তোমার কব্জায় পড়েছিলাম। আমি, এবার তুমি আমার কব্জায়। তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে। এখন তোমাকে আমি এক তামার জালার মধ্যে পুরেছি, এবার তোমাকে ঐ দরিয়ার জলে ডুবিয়ে রাখবো।
-আল্লাহর দোহাই, আমনটি করো না, ভাই, মরে যাবো। তুমি কত মহৎ, কত উদার। আমাকে ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আমি যা করতে চেয়েছিলাম তার জন্যে...