
অচিন পাখি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনমৌসুমী দাস১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ব্যোমকেশ ও আমি গত ফাগ্লুন মাসে বীরেনবাবুর কন্যার বিবাহ উপলক্ষে দু’দিনের জন্য কলিকাতার বাহিরে গিয়াছিলাম। শহরটি প্রাচীন এবং নোংরা; কলিকাতা হইতে মাত্র তিন ঘণ্টার পথ। ট্রেন বদল করিতে না হইলে, আরও কম সময়ে যাওয়া যাইত।
বীরেনবাবুর সহিত আমার দীর্ঘকালের ঘনিষ্ঠতা। তিনি কলিকাতায় পুলিশ কর্মচারী ছিলেন, বহুবার বহু সূত্রে তাঁহার সংস্পর্শে আসিয়াছি। অতিশয় সজ্জন ব্যক্তি। বছর দুই আগে অবসর লইয়া এই শ...