
সিডনি সেলডন রচনাসমগ্র ২

পৃথ্বীরাজ সেন
| পৃথ্বীরাজ সেন | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনঐশী বিশ্বাস১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
ইতিমধ্যে সিডনি সেলডনের রচনাসমগ্রের প্রথম খণ্ডটি প্রকাশিত হয়েছে এবং প্রকাশের সঙ্গে সঙ্গে তা পাঠক মহলে তীব্র আলোড়নের সৃষ্টি করেছে। আপনাদের উৎসাহে উৎসাহী হয়ে আমরা তাঁর অবশিষ্ট ৭টি উপন্যাস নিয়ে দ্বিতীয় খণ্ডটি প্রকাশ করলাম। প্রথম খণ্ডের মতো এই খণ্ডটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমাদের স্থির বিশ্বাস। সিডনি সেলডন যে ধারার মহান উত্তর সাধক সেই ধারার স্রষ্টা ছিল...