
সব ঘটনা সাজানো ছিল না!

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ব্যারাকপুর থেকে কলকাতা মাত্র আটটা স্টেশন। দুপুরবেলা ট্রেনে তেমন ভিড় থাকে না। তা ছাড়া মানস যেখানে যাবে সে জায়গা শিয়ালদা স্টেশনের বেশ কাছেই, পায়ে হাঁটা পথ। কাজেই গাড়ি না নিয়ে ব্যারাকপুর প্ল্যাটফর্ম থেকে কলকাতাগামী ট্রেনেই উঠে বসেছিল সে। ফাঁকা কম্পার্টমেন্ট। এই ভরদুপুরে লোক কম। প্রতিটা প্ল্যাটফর্মে মাত্র কয়েকজন করে লোক ওঠানামা করছে। তিনটে স্টেশন পরে এক দম্পতি উঠল তাদের দশ—বারো বছরের বাচ...