
মরণের মুখে

অজেয় রায়
এক
সকাল দশটা নাগাদ।
ভবানী প্রেসের সামনে সাইকেল থেকে নামল দীপক। একবার টুঁ মেরে যাই সম্পাদকের ঘর।
ভবানী প্রেসের এক কোণে সাপ্তাহিক বঙ্গবার্তার ছােট্ট অফিসঘর। দীপক দরজা ঠেলে মুখ বাড়াতেই সম্পাদক কুঞ্জবিহারী মাইতি যথারীতি গমগমে গলায় আহ্বান জানালেন -“এসাে দীপক।”
দীপক ঢুকল। কুঞ্জবাবুর সামনে এক ভদ্রলােক বসেছিলেন চেয়ারে। ছােটখাটো চেহারা। ফরসা রং। মানুষট...