
বিকেলের মৃত্যু

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
| শীর্ষেন্দু মুখোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০১ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সাহেবরা বলে লাঞ্চ, কেরানিরা বলে টিফিন। সে যাই হোক, ঠিক দুপুরবেলা একটু আলগা সময় পাওয়া যায়। এই সময়টা বসে বসে শশা, ছোলাসেদ্ধ আর টোস্ট খাওয়া ছাড়া আর কোনও কাজ থাকে না লীনার। তার সিট ছেড়ে যাওয়ার উপায় নেই। সাহেবের সেক্রেটারি হওয়ার অনেক ঝামেলা। বেশিক্ষণ দুরে, আউট অফ ইয়ারশট থাকার নিয়ম নেই, সব সময়েই একটা কঁটা...