বধূ বরণ – শৈলজানন্দ মুখোপাধ্যায়

বধূ বরণ – শৈলজানন্দ মুখোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়

বধূ বরণ – শৈলজানন্দ মুখোপাধ্যায়

Books Pointer Iconরঞ্জিত চট্টোপাধ্যায়
Books Pointer Iconথ্রিলার

পোষ্ট করেছেনঐশী বিশ্বাস০৫ আগস্ট ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

নারীর সঙ্গে এমনি করিয়াই জীবনে তাহার প্রথম পরিচয়।

বাসন্তী চিঠি লিখাইতে আসে।

বলে, ‘লেখ্ প্রাণেশ্বর—’

প্রাণেশ্বরের অর্থ বুঝিবার মত বয়স তখন ননীমাধবের হইয়াছে। মুখ-কান তাহার লাল হইয়া ওঠে, সলজ্জ একটুখানি হাসিয়া ঘাড় নাড়িয়া বলে, ‘না।’


কিন্তু ‘না’ বলিলেই চলে না। বাসন্তীর শহরে স্বামী সেদিন তাহাকে গেঁয়ো ভূত বলিয়া উপহাস করিয়া গেছে। সুতরাং উহা তাহাকে লিখিতেই ...

Loading...