
নন্দপুরে অঘটন

অজেয় রায়
বোলপুর শহর। ভবানী প্রেসের এক অংশে বঙ্গবার্তার সম্পাদকের ছোট্ট অফিস ঘরে উঁকি দিল দীপক। সম্পাদক কুঞ্জবিহারী মাইতি তখন চেয়ারে গা এলিয়ে আধশোয়া হয়েছিলেন। মাঝবরসি দৃঢ়কার শ্যামবর্ণ ব্যক্তি। কপালে চিন্তার ভাঁজ। দীপককে দেখে তিনি খাড়া হয়ে বসে বললেন, ‘এসো দীপক, তোমার কথাই ভাবছিলুম।’
দীপক উল্টো দিকে চেয়ারে বসল।
দীপক রায় বঙ্গবার্তা কাগজের একজন রিপোর্টার। বছর পঁচ...