
ড্রাগনের ডিম

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
ঢেউতোলা ঢালু ছাদওয়ালা বিরাট তোরণটাই যেন নিজেই একটা প্রাসাদের মতো৷ তার আড়ালে রয়েছে প্রাকারবেষ্টিত এক প্রাচীন নগরী৷ তোরণের ঠিক মাথায় টাঙানো রয়েছে কমিউনিস্ট চীনের রূপকার ‘মাও-জে-দং’ বা ‘মাও-সে-তুং’-এর ছবি৷ যদিও তোরণের ওপাশে যে প্রাচীন নগরী রয়েছে তা চৈনিক রাজতন্ত্রের ঐতিহ্যেরই সাক্ষ্য বহন করে চলেছে৷ তোরণের বাইরে প্রবেশপথে দাঁড়িয়ে দীপাঞ্জনকে প্রফেসর জুয়ান বললেন, ‘আমরা যে নগরীত...