ডাকাতরাও ভূতের ভয় পায়

ডাকাতরাও ভূতের ভয় পায়

সুনীল গঙ্গোপাধ্যায়

ডাকাতরাও ভূতের ভয় পায়

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconথ্রিলার

পোষ্ট করেছেনশেষ নগরী২০ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

অনেকেই জানে, জলার মধ্যে ওই বাড়িটা ভূতের বাড়ি নয়। ওখানে ডাকাতের আড্ডা। তবু কেউ কেউ সন্ধেবেলা ওদিকে তাকালেই ভয় পায়।

জায়গাটা আগে এরকম জলাভূমি ছিল না। সবুজ মাঠ ছিল, ছোটো-ছোটো বাড়িঘর আর একটা শিবমন্দিরও ছিল। আর একটা মস্তবড়ো জমিদার বাড়ি। একবার সেই যে ভয়ংকর বন্যা হল, সুনন্দ তখন বেশ ছোটো, কিন্তু তার বেশ মনে আছে সেই সময়কার কথা। তখন এদিককার সবকিছু জলে ডুবে গিয়েছিল, সুনন্দদের বাড়িও অর...

Loading...