
জাদুকর সত্যচরণ ও রোদ চশমা

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
|| ১ ||
ক্যালেন্ডারের পাতায় আষাঢ় মাস পড়ে গেলেও এ বছর বৃষ্টির নামগন্ধ নেই। হাওয়া অফিস বলে চলেছে দুদিনের মধ্যেই বর্ষা নামবে, কিন্তু বর্ষা নামছে না। হাওয়াঅফিসের কথা নিয়ে হাসাহাসি করল লোকজন। কলকাতা মহানগর সহ আশেপাশের অঞ্চলগুলোতে একেবারে হাঁসফাস অবস্থা। রাস্তায় বেরোলেই ছাতা-টুপি বা রোদ চশমা বা সানগ্লাস অপরিহার্য হয়ে উঠছে। তবুও রেহাই নেই, ঘেমে একদম স্নান করে যাচ্ছে মানুষ। ...