
জাদুকর সত্যচরণ ও ইলিশবাবা

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
|| ১ ||
রবিবার সাধারণত বাজার সেরে বাড়িতে ফেরার পর আর বাড়ির বাইরে বেরোয় না চন্দন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করে সে। সারা সপ্তাহ তাকে টই টই করে কলকাতা শহরের এ মাথা থেকে ও মাথা চক্কর কাটতে হয়, কখনও বা কলকাতার বাইরে কাজের সূত্রে কাছে-দূরেও যেতে হয়। এই একটি দিনই তার ছুটি। কাজেই সে এই দিনটা ভালো মন্দ রান্না করে খেয়ে, বই পড়ে, ঘুমিয়ে নিয়ে আরাম-আয়েশে কাটাবার চেষ্টা কর...