
জম্ভলা দেবতার পুরোহিত

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ নগরী০৫ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বেশ ক’দিন বৃষ্টির পর মেঘ কেটে গেছে৷ ঝলমলে এক সকাল৷ নীল আকাশের বুকে জেগে আছে অনেক দূরে সার সার পর্বতমালা৷ ট্যুরিস্টরাও নেমে পড়েছে রাস্তায়৷ দু-পাশে সার সার দোকানপাট৷ কোনওটা রংচঙে শীতবস্ত্রের, কোনওটা অর্কিডের দোকান বা সুভেনিরের দোকান, কোনওটা আবার হাল ফ্যাশনের কেতাদুরস্ত শোরুম৷ এ ছাড়া ছোটোবড়ো হোটেল-রেস্টুরেন্ট তো আছেই৷ আর যেটা আছে তা হল ফুটপাথে কিছুটা দূর অন্তর অন্তর মোমোর দোকান৷ ...