একটা অন্যরকম দিন

একটা অন্যরকম দিন

সুনীল গঙ্গোপাধ্যায়

একটা অন্যরকম দিন

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconথ্রিলার

পোষ্ট করেছেনশেষ নগরী২০ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বর্ধমান স্টেশনে দুটো বেশ বড়ো ট্রেন এখন পাশাপাশি দাঁড়িয়ে আছে। যদিও দুটো ট্রেন যাবে উলটোদিকে, কিন্তু ইঞ্জিন দুটো কাছাকাছি দুটো লাইনে। এক্ষুনি ছাড়বে, তাই ফোঁস ফোঁস করছে।

এরই মধ্যে একটা ইঞ্জিন অন্য ইঞ্জিনটাকে জিগ্যেস করল, তুই কোথায় যাচ্ছিস রে?

সেই ইঞ্জিনটা বলল, আমি তো আসছি দিল্লি থেকে, যাব কলকাতায়। তুই কোথায় যাচ্ছিস?

এই ইঞ্জিনটা বলল, আমি কলকাতা থেকে আসছি। যাব মুম্বাই।

Loading...