
আতরের গন্ধ

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
শমিত, কানপুরে এসে গত তিনদিন ধরে হোটেলের ঘরে বসে ঘাড় গুঁজে একটার পর একটা ফাইল আর হিসাবের কাগজপত্র নিয়ে কাজ করছে। শমিত যাতে নিরুপদ্রবে কাজ করতে পারে সে জন্য শহরের কেন্দ্রে নতুন এই হোটেলটা পবন সিং—ই ঠিক করে দিয়েছেন। প্রয়োজনীয় ফাইল ইত্যাদি তিনি হোটেলেই নিয়ে এসেছিলেন। শমিত কলকাতার যে চার্টার্ড একাউন্টেন্ট ফার্মে চাকরি করে সেই কোম্পানির পুরানো ক্লায়েন্ট চর্ম শিল্প ব্যবসায়ী পৌঢ় পবন সিং। কা...