
অনুসন্ধানীর রহস্যভেদ

অজেয় রায়
১
বিকেল প্রায় চারটে। দক্ষিণ কলকাতায় যতীন দাস রােডে একটি বাড়ির সামনে থামল জয়। ছােট দোতলা বাড়ি। দোতলায় ওঠার দরজার পাশে দেয়ালে কাঠের ফলকে লেখা-পুলক রায়, অনুসন্ধানী।
জয় কলিংবেল টিপল। দরজা খুলল হরিহর।
পুলকের পড়ার ঘর থেকে ডাক এল, “এসাে জয়, এসাে। তােমার কথাই ভাবছিলাম। আসছ কোত্থেকে?”
“ন্যাশনাল লাইব্রেরি।”
“এক্ষুনি বেরােতে হবে। যাবে আমার সঙ্গে? সময়...