
হ্যাঁ, প্রিয়তমা
সন্দীপন চট্টোপাধ্যায়
| সন্দীপন চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবই বন্দর২৩ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বিয়ের পর ১৫টা বছর নিরুপদ্রবে কাটিয়ে, রিটায়ার করতে যখন তার আরও ১২ বছর বাকি এবং মেনাপজ হতে গীতির অন্তত আরও বছর ৪/৫—যখন রেকারিং-এ লাখখানেক ও প্রভিডেন্ট ফাণ্ডেও অমনি কিছু—একটি ইনসিওরেন্স ম্যাচিওর করেছে এবং আরও ৩টি আগামী ৩ বছরে করবে বলে পরপর সার বেঁধে দাঁড়িয়ে—সল্ট লেকের জমি কেনা শেষ—এবং ১০-তলা মাল্টি-স্টোরিডের পঞ্চমতলার ফ্ল্যাটে ফ্রিজ-টিভি-টেলিফোন-স্টিরিওফোন সবই, প্লাস ড্রয়িং রুমে চিরু চক্র...