হরীতকী
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০২ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আজ এই পূর্ণিমা রাতে টিউশনি সেরে ফেরার পথে গিরিজা টের পেলেন, তাঁকে কানাওয়ালা ধরেছে।
বাঘা যতীন পার্কের পাশ দিয়ে গুটিগুটি হেঁটে জ্যোৎস্না দেখতে-দেখতে দিব্যি আসছিলেন। শরৎকালের ফুরফু...