
স্মৃতির বারান্দা

দীপাঞ্জন
সন্ধ্যার নরম আলো যখন পশ্চিমের আকাশকে রক্তিম করে তুলত, অশীতিপর রমেনবাবু তখন তাঁর প্রিয় ইজিচেয়ারটিতে হেলান দিয়ে বসেন। কাঁধের উপর পুরনো শালটা আরও একটু টেনে নেন। বাইরে শীতের আগমনী হাওয়া, কিন্তু তাঁর ভেতরে তখন বসন্তের মাতাল বাতাস। সে বাতাস আজ থেকে সত্তর বছর আগের।
Loading...