
সিফন জর্জেট

নিমাই ভট্টাচার্য
| নিমাই ভট্টাচার্য | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৩ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পিয়ন রেজিস্টার্ড পার্সেলের প্যাকেটটা এগিয়ে দিতেই চিত্রিতা মনে মনে একটু চঞ্চল হয়ে পারল না। পিয়ন চলে যাবার সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে সোজা শোবার ঘরে চলে গেল। প্যাকেটটা খুলল না। খোলার দরকার নেই। মা যখন পাঠিয়েছেন তখন সেই সিফন জর্জেটটাই ভেতরে আছে।
সিফন জর্জেট!...