
শ্রেষ্ঠ কবিতা

জীবনানন্দ দাশ
কবিতা কী এ—জিজ্ঞাসার কোনো আবছা উত্তর দেওয়ার আগে এটুকু অন্তত স্পষ্টভাবে বলতে পারা যায় যে কবিতা অনেক রকম। হোমরও কবিতা লিখেছিলেন, মালার্মে র্যাঁবো ও রিলকেও। শেকসপীয়র বদলয়ের রবীন্দ্রনাথ ও এলিয়টও কবিতা রচনা করে গেছেন। কেউ—কেউ কবিকে সবের ওপরে সংস্কারকের ভূমিকায় দেখেন; কারো—কারো ঝোঁক একান্তই রসের দিকে। কবিতা রসেরই ব্যাপার, কিন্তু এক ধরনের উৎকৃষ্ট চিত্তের বিশেষ সব ...