
লজ্জাস্থান

বুদ্ধদেব গুহ
না দাদা, যাব না বললে তো হবে না। সকলেই যাচ্ছেন। আপনাকেও যেতে হবে।
আপনাদের মাথাটাথা খারাপ হয়েছে? গল্প শুনতে ডিসেম্বরের শীতের রাতে কে আসবে জলপাইগুড়ি শহরে? জলপাইগুড়িতে আজ থেকে যাচ্ছি না। প্রথমবার গেছি উনিশ-শো পঞ্চাশে যখন ক্লাস এইটে পড়ি।
তা যেতে পারেন। কিন্তু আমরা বলছি যে, আপনি অবাক হয়ে যাবেন দাদা দেখে যে, কত অনুরাগী আছেন আপনাদের সেখানে।
জানি না। তা ছাড়া সকলে যাচ্ছেন মানেটা কী? ...