
লছা

অজেয় রায়
কেষ্ট বলল, ‘লছার গল্প শুনবি? দারুণ ইন্টারেস্টিং।’—‘লছা! সে আবার কে?’ খোকন ও নন্তু সমস্বরে জানতে চায়। কেষ্ট বলল, ‘লছা ছিল আমার দাদুর পেয়ারের কাজের লোক। দাদুর ফাইফরমাশ খাটত। দিব্যি চেহারা, চোখমুখ ভালো, ফর্সা রং, দেখলে বাড়ির ছেলে বলেই মনে হত। ওই বাড়িতেই মানুষ। চালাক চতুর চটপটে; তবে একটি দোষ ছিল। হাতটান।
দাদু ছিলেন বড়ো জমিদার। প্রকাণ্ড বাড়ি। জমিদারি নেই, তবু বাড়িটা এখনও আছে। লোকে বল...