
রূপসী
শক্তিপদ রাজগুরু
কথায় বলে বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুছ নেহী তো থোড়া থোড়া। অর্থাৎ বাপের সঙ্গে ছেলের একটা সাদৃশ্য থাকে। কিন্তু মেয়েও যে বাপের সব গুণ পাবে এমন কথা প্রবাদেও বলা নেই।
সব প্রবাদকে মিথ্যা প্রতিপন্ন করেছে রূপসী। বিশ্বনাথ চৌধুরীর মেয়ে রূপসী। বিশ্বনাথ দুর্গাপুরে কোন এক বড় কারখানায় কাজ করতো। গ্রাম থেকে টেনেটুনে মাধ্যমিক পাশ করে এদিক ওদিক চাকরির সন্ধানে ঘুরতো। তখন গ্রামের অবস্থাও ...