
মৌ কা সা বি স বনাম ঘনাদা (অগ্র...

প্রেমেন্দ্র মিত্র
| প্রেমেন্দ্র মিত্র | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত০১ নভেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ছুটির দিন। দুপুর বেলা খাওয়াদাওয়া শেষ হতে একটু দেরিই হয়। তবু যথাসম্ভব তাড়াতাড়ি সে পাট চুকিয়ে ঘনাদা তাঁর খাওয়া সেরে নিজস্ব সেই চিলেছাদের টঙের ঘরে উঠে যাওয়ার পরই সবাই একসঙ্গে দোতলার সিঁড়ির বাঁকে শিশিরের ঘরে গিয়ে জমায়েত হয়েছি।
জমায়েত যে হয়েছি তা ঠিক খোশ-মেজাজ নিয়ে গুলতানি করবার জন্য নয়। তার বদলে রীতিমত একটা লজ্জা আর অপমানের জ্বালা নিয়ে।
লজ্জা আর অপমানের জ্বালা...