
মেথুশীলা

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
| শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৫ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাইবেল-বর্ণিত মেথুশীলা পুরুষ ছিলেন বলিয়াই আমাদের বিশ্বাস। কিন্তু বাংলাদেশে আসিয়া জ্যেষ্ঠা ভগিনী চারুশীলার সহিত মিল বজায় রাখিবার জন্য তাঁহাকে নারীমূর্তি পরিগ্রহ করিতে হইবে। একথা যদি তাঁহার জানা থাকিত তাহা হইলে বোধ করি নয়শত উনসত্তর বছর বয়সেও তিনি মরিতে রাজী হইতেন না। কিন্তু মুশার ভগবান বৃদ্ধ বয়সে একটু রসিকতা করিবার বাসনা করিয়া ছিলেন, তাই—
সর্দা আইন পাস হইবার ...