
মুখোমুখি
শক্তিপদ রাজগুরু
| শক্তিপদ রাজগুরু | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনপাঠক লাইব্রেরি০১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কলিং বেলটা হঠাৎ বেজে ওঠে। আজ সুমিতা একাই রয়েছে ফ্ল্যাটে। স্বামী সুদীপ অফিসে। একমাত্র মেয়ে বর্ষাকে স্কুলের বাসে তুলে দিয়ে এসে সবে স্নান সেরেছে সুমিতা। এমন সময় বেলটা বেজে উঠল কর্কশ শব্দে। বর্ষা কি স্কুল থেকে ফিরে এল? স্কুলে ধর্মঘট কিনা, কে জানে! নাকি সুদীপই ফিরে এল অফিস থেকে! কিন্তু ওর বেল বাজানোর ধরনটা তার চেনা। এই শব্দটা কেমন অচেনা ঠেকে। সমিতা ভিজে চুলগুলো টাওয়েলে জড়িয়ে ফ্ল্যাটের দরজা...