
মানসাঙ্ক

শ্যামল গঙ্গোপাধ্যায়
কলকাতার ভেতরেই। অথচ ঠিক কলকাতার ভেতরে নয়। ট্রাম থেকে নেমে বাস, অটো, মিনিবাস। যেটা ইচ্ছে ধরে আদিগঙ্গা পেরােও। তারপরই সুধীর পার্ক, চট্টরাজ গার্ডেন্স, ওয়াজেদ আলি পল্লি, বােসনগর, দাসপাড়া—এই সব নাম দিয়ে গেরস্থপাড়া। আর তাদের মাঝে মাঝে ফুলকপির খেত। লঙ্কার চাষ। বেগুনের ঝুড়ি মাথায় মেয়ে ব্যাপারী কলকাতা চলেছে। মুলাে বােঝাই সাইকেল ভ্যান। ইলেকট্রিকের খুঁটির পাশেই টেলিফোনের পােল। উল্টোদ...