ভাগু

ভাগু

অতীন বন্দ্যোপাধ্যায়

ভাগু

Books Pointer Iconঅতীন বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনবেলা ২৮ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

চিরুনিটা আর খুঁজে পাওয়া গেল না।

মুখ ব্যাজার নীতির। মানস দোতলায় গুম মেরে বসে আছে। মাথা আর আঁচড়াবে না। রেগে গিয়ে বলেছে, মাথা ন্যাড়া করে ফেলব। জন্মে যেন আর চিরুনি কিনতে না হয়।

নীতি বলেছে, কোথাও আছে। খুঁজে দেখব। আমারটা নাও। মানস বলেছে, তার মানে? কোথায় যায়? এই তো সকালে চুল আঁচড়ে গেলাম। আমার চিরুনি কে ধরে! এ কি রে বাবা, একটা জিনিস ঠিক জায়গায় থাকে না।


বাড়িতে...

Loading...