
ব্যান্ড মাস্টার

নিমাই ভট্টাচার্য
| নিমাই ভট্টাচার্য | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৩ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ছেলেটির বেশ মিষ্টি চেহারা। প্রথম দিন দেখেই আমার ভালো লেগেছিল। বড় ট্রে তে কাপডিশ তুলে একটা ময়লা কাপড় দিয়ে টেবিল পরিষ্কার করে চলে যেত। চলে যাবার সময় হয়তো বা একবার চাইত আমার দিকে। এক মুহূর্ত, তার বেশি না। সঙ্গে সঙ্গে দৃষ্টি গুটিয়ে নিয়ে জনতা কফি হাউসের মধ্যে হারিয়ে যেত। তারপর উর্দিপরা বেয়ারা আসত।...